MEETING: বৃহস্পতিবার শিল্প নিগমের সঙ্গে বৈঠক করবেন মমতা
আজকাল | ১৩ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে শিল্প আনতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার শিল্প নিগমের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। থাকবেন বণিক সভার সদস্যরাও। মমতার পাখির চোখ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তা নিয়েই হবে আলোচনা। তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকেই রাজ্যে শিল্প বিনিয়োগ টানতে উদ্যোগী মমতা ব্যানার্জি। প্রতিবছর নিয়ম করে রাজ্যে শিল্প সম্মেলন করা হয়। সামনেই সেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। নবান্ন সূত্রের খবর, চলতি বছরের নভেম্বরের শিল্প সম্মেলন। মনে করা হচ্ছে, এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চায় রাজ্য। পাশাপাশি গতবারের সম্মেলনে যে সমস্ত বিনিয়োগ প্রস্তাব এসেছিল সেই কাজ কতদূর এগিয়েছে, তাও খতিয়ে দেখা হবে বৈঠকে।