• MAMATA: কৃষকদের জন্য ৩ হাজার কোটি টাকা দিচ্ছে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর...
    আজকাল | ১৩ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভোট মিটতেই চাষিদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। কৃষকদের একলপ্তে প্রায় ৩ হাজার কোটি টাকা দিচ্ছে রাজ্য। একদিকে কৃষক বন্ধু প্রকল্পে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা দেওয়া হচ্ছে। যা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আবার আবহাওয়ার খামখেয়ালিপনায় ক্ষতিগ্রস্ত আলুচাষিদের জন্য ২৯৩ কোটি টাকা আর্থিক সাহায্য করছে রাজ্য সরকার। সবমিলিয়ে ভোট মিটতেই রাজ্যের চাষিদের জন্য মুক্তহস্ত রাজ্য। এদিন এক্স হ্যান্ডেলে সে কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার ১ কোটি ৫ লক্ষ চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ২ হাজার ৯০০ কোটি টাকা। ব্যাঙ্কের মাধ্যমে প্রত্যেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাবেন।
  • Link to this news (আজকাল)