• METRO: আগামী রবিবার সকাল ৭ টায় মিলবে প্রথম মেট্রো
    আজকাল | ১৩ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামী রবিবার অতিরিক্ত ট্রেন চালাবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সেইদিনের জন্য মেট্রো পরিষেবার সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। এগিয়ে আনা হয়েছে প্রথম মেট্রো চালুর সময়ও।মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৬ জুন, রবিবার কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে পাঁচটি অতিরিক্ত রেক চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো রেল আরও জানিয়েছে, রবিবার ব্লু লাইনে সাধারণত সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হয়। কিন্তু ১৬ তারিখ সেই সময় এগিয়ে আনা হয়েছে। সকাল ৯টার পরিবর্তে দমদম এবং কবি সুভাষ দু’দিক থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টা ১৫ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সাড়ে ৭টায় ছাড়বে।
  • Link to this news (আজকাল)