• TEAM: ২৩ জুন কলকাতায় আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদল...
    আজকাল | ১৩ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোট মিটে যেতে না যেতেই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদলের আনাগোনা শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। সব পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ২৩ জুন কলকাতায় আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক প্রতিনিধিদল। জঙ্গলমহলের জেলাগুলিতে নিরাপত্তার জন্য বরাদ্দ অর্থ কী ভাবে খরচ হয়েছে, তা বিস্তারিত জানতে চাইবে ওই দলটি। এমনটাই খবর নবান্ন সূত্রের।বামফ্রন্ট জমানার শেষের দিকে জঙ্গলমহলে মাওবাদি দমনের জন্য শুরু হয়েছিল ‘অপারেশন গ্রিন হান্ট’। সেই অভিযানের জন্য তৎকালীন মনমোহন সিং সরকার অর্থ বরাদ্দ করা শুরু করে। বামফ্রন্ট জমানার বদলের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের দায়িত্ব নেওয়ার পরে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের জেলাগুলিতে মাওবাদি উপদ্রব একেবারেই কমে গিয়েছে। তা সত্ত্বেও যৌথবাহিনীর একটি অংশ রয়ে গিয়েছে জঙ্গলমহলের বিভিন্ন জেলায়। যার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এখনও অর্থ বরাদ্দ করতে হয়। গোড়ার দিকে যে পরিমাণ বরাদ্দ এই খাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক করত, তা বর্তমানে অনেকটাই কমে গিয়েছে। এবার সেই বরাদ্দ কোন পথে এবং কীভাবে খরচ হয়েছে, তা জানতেই প্রতিনিধিদল পাঠাচ্ছে অমিত শাহের মন্ত্রক।
  • Link to this news (আজকাল)