• টয় ট্রেনে চাপা পড়ে মৃত্য়ু কিশোরের! মর্মান্তিক দুর্ঘটনা কার্শিয়ঙে
    ২৪ ঘন্টা | ১৩ জুন ২০২৪
  • কায়েশ আনসারি: ফের ট্রয়টেনে দুর্ঘটনা। ট্রেনের নিচে চাপা পড়ে প্রাণ গেল ১৫ বছরের কিশোরের। রেল কর্তৃপক্ষের দিকেই অভিযোগের আহুল তুলেছেন পরিবারের লোকেরা। এবার কার্শিয়ঙে।

    দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে টয় ট্রেনে চড়েননি, এমন পর্যটক বোধহয় খুঁজলেও পাওয়া যাবে না। কিন্তু গত কয়েক বছর ধরে বারবার দুর্ঘটনার কবলে পড়ছে সেই টয় ট্রেনই। কখনও লাইনচ্যুত হয়ে যাচ্ছে ট্রেন, তো কখনও আবার ধাক্কা লাগছে পর্যটক বোঝাই গাড়ির সঙ্গে।  কীভাবে দুর্ঘটনা কার্শিয়ংয়ে? দার্জিলিং থেকে এনজেপি। টয় ট্রেন তখন ঢুকছে কার্শিয়ঙ স্টেশনের প্ল্যাটফর্মে। ঠিক তখনই ট্রেন লাইনে পড়ে যায় এক কিশোর। তাঁর উপর দিয়ে চলে যায় ট্রেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের।এর আগে, ঘুম থেকে দার্জিলিং যাওয়ার পথে পর্যটক বোঝাই গাড়িতে ধাক্কা মারে টয় ট্রেন। এতটাই জোরে ধাক্কা লেগেছিল যে. গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। অল্প-বিস্তর চোট পান পর্যটকরা। তবে প্রাণহানির ঘটনাটি ঘটেছে।
  • Link to this news (২৪ ঘন্টা)