• খবর-পাচার' নবান্নে ৩ দফতরে বসছে সিসিটিভি! কড়া পদক্ষেপ রাজ্যের...
    ২৪ ঘন্টা | ১৩ জুন ২০২৪
  • সুতপা সেন: 'বাইরে যাচ্ছে খবর'! কীভাবে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশের করার পর এবার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। সিদ্ধান্ত নেওয়া হল, নবান্নে ৩ দফতরের বসানো হবে। সিসিটিভির মাধ্যমে নজরদারি চলবে অর্থ, স্বাস্থ্য ও স্বরাষ্ট্র দফতরের সর্বত্রই! শুধু তাই নয়, রিপোর্ট পাঠানো হবে সরাসরি মুখ্যমন্ত্রী দফতরে।

    ঘটনাটি ঠিক কী? আগে ছিল রাইটার্স বিল্ডিং। তৃণমূল জমানায় এখন রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয় হাওড়ার নবান্ন। দ্বিতীয় হুগলি সেতু লাগোয়া এই ভবনের চোদ্দোতলায় বসেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বিভিন্ন তলায় রয়েছে অর্থ, স্বাস্থ্য ও স্বরাষ্ট্রের মতো রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরও। কিন্তু নজরদারি এত ঢিলেঢালা কেন? ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্য়মন্ত্রী।গতকাল, মঙ্গলবার প্রশাসনিক বৈঠক হয় নবান্ন সভাঘরে। সূত্রের খবর, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'সব খবর বেরিয়ে যাচ্ছে। নবান্নে সিসিটিভি আরও জোরদার করুন। নজরদারি হচ্ছে না। সিনিয়র আইপিএস অফিসার মনোজ ভার্মাকে নির্দেশ, নজরদারি বাড়ান। এত ফাঁকফোকর কেন? মনিটরিং বাড়িয়ে দিন'। জানতে চান, 'আমার ঘরে ঢুকলে যেমন সবাই মোবাইল রেখে ঢোকেন, তেমনই অর্থ ও স্বরাষ্ট্র দফতরে ঢোকার সময়ে কেন মোবাইল বাইরে রাখেন না। এবার থেকে মোবাইল বাইরে রেখে ঢুকতে হবে'। 
  • Link to this news (২৪ ঘন্টা)