• Indian-USA: অর্শদীপের চার উইকেট, নিউইয়র্কে ফের ভারতীয় বোলারদের দাপট...
    আজকাল | ১৩ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের পর মার্কিন যুক্তরাষ্ট্র। আবার দাপট ভারতীয় বোলারদের। প্রথম দু'ম্যাচের সেরা ছিলেন যশপ্রীত বুমরা।‌ তৃতীয় ম্যাচে সেই জায়গা দখল করে নিলেন অর্শদীপ সিং। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট। টি-২০ ক্রিকেটে তাঁর সেরা বোলিং। শুধু তাই নয়, সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে কোনও ভারতীয় বোলারের সেরা গড়। চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম পাঁচ সর্বোচ্চ উইকেটে শিকারির তালিকায় ঢুকে পড়লেন অর্শদীপ। নির্ধারিত ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রান ১১০। অর্থাৎ জয়ের জন্য ১১১ রান প্রয়োজন ভারতের। জয়ের হ্যাটট্রিক করতে পারলেই সুপার এইটের ছাড়পত্র সংগ্রহ করে ফেলবেন রোহিতরা।‌এদিন ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন অর্শদীপ। প্রথম ওভারে জোড়া উইকেট। আমেরিকার হয়ে সর্বোচ্চ রান নীতিশ কুমারের। ২৭ রান করেন তিনি। ২৪ রান করেন স্টিভেন টেলর। এদিন যশপ্রীত বুমরা কোনও উইকেট পায়নি। জোড়া উইকেট নেন হার্দিক পাণ্ডিয়া। বিশ্বকাপের তিনটে ম্যাচেই উইকেট পেলেন হার্দিক। 
  • Link to this news (আজকাল)