• Drugs : ত্রিপুরায় ৬৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক ৩
    আজকাল | ১৩ জুন ২০২৪
  • নিতাই দে, আগরতলা : ৬৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক ত্রিপুরা ৩ যুবক আসামের করিমগঞ্জ এলাকায়। বিপুল পরিমাণে ড্রাগস সহ আটক ত্রিপুরার তিন পাচারকারী। বদরপুরের লামাজুয়ারে ৬৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক ত্রিপুরার ড্রাগস পাচারকারী । অসমের করিমগঞ্জ জেলার পুলিশ  গোপন সূত্রে খবর পেয়ে করিমগঞ্জের লামাজুয়ারে জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাস এবং আইজিপি পার্থ সারথি মহন্তের নেতৃত্বে চলা ড্রাগস বিরোধী অভিযানে পুলিশ এই সাফল্য পেয়েছে। অভিযান চলাকালীন একটি গাড়িতে তল্লাশি চালানো হয় এবং পুলিশ তল্লাশি চালিয়ে ২ লক্ষ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।পুলিশ ইয়াবা সহ পাচারকারীদের আটক করে বদরপুর থানায় নিয়ে যায় । পুলিশ তাদের বিরুদ্ধে একটি এন ডি পি এস আইনে মামলা রুজু করে তদন্ত করছেন। এই পাচারের সঙ্গে কারা জড়িত রয়েছে সেই তথ্য জানার জন্য পুলিশ তদন্ত করছে ।
  • Link to this news (আজকাল)