• কুয়তে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মোদীর
    ২৪ ঘন্টা | ১৩ জুন ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত মৃত ৪০ জনেরও বেশি ভারতীয়। উদ্ধার করা গিয়েছে ৯০ জনকে। আশঙ্কাজক অবস্থায় হাসপাতালে ভর্তি ৫০ জন। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে কুয়েতে যাচ্ছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। মৃতদের পরিবার পিছু  ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। আহতেরা পাবেন ৫০ হাজার।

    ঘটনাটি ঠিক কী? স্থানীয় সময় তখন ভোর ৬টা। দক্ষিণ কুয়েতের একটি বহুতলে আগুন শিখা দেখতে পাওয়া যায়। এখনও পর্যন্ত যা খবর, আগুন লেগেছিল ওই বহুতলের রান্নাঘরে। এরপর দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। প্রশাসনের যখন খবর পৌঁছয়, ততক্ষণে  দেড় ঘণ্টা পেরিয়ে গিয়েছে।জানা গিয়েছে, ওই বহুতলটি তৈরি করেছে কুয়েতের সবচেয়ে বড় নির্মাণকারী সংস্থা NBTC। থাকতেন মূলত পরিযারী শ্রমিকরাই। শেষ খবর অনুযায়ী, এই অগ্নিকান্ডে প্রাণ হারিয়েছেন ৪৯ জন। রাতে পরিস্থিতি পর্যালোচনা করার জন্য জরুরি বৈঠকে মোদী। বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং, প্রধানমন্ত্রীর দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি প্রমোদ কুমার মিশ্র, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজয় ডোভাল-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব এবং দিল্লির রেসিডেন্ট কমিশনারকে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের কোনও পরিযায়ী শ্রমিক যদি দুর্ঘটনার কবলে পড়েন তবে যথাযথ সাহায্যের জন্য বলা হয়েছে।
  • Link to this news (২৪ ঘন্টা)