আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে চড়া রোদ। আর্দ্রতাজনিত চরম অস্বস্তি জেলায় জেলায়। আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির পাশাপাশি তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। সকালে ভ্যাপসা গরম থাকলে, বিকেলের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। যদিও কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কয়েক পশলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহর সতর্কতা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার কলকাতায় বৃষ্টি হবে। বৃষ্টির জেরে সাময়িক ভাবে স্বস্তি ফিরতে পারে। অধিকাংশ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও শনিবার পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় তাপপ্রবাহ রীতিমতো ভোগাবে। অন্যদিকে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২১ জুনের আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ২১ জুন নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে।