• এটা কি জ্যোতিপ্রিয়র হাতের লেখা' পরীক্ষা করে দেখতে চায় ইডি...
    আজকাল | ১৩ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা পরীক্ষা করে দেখতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবিষয়ে নমুনা সংগ্রহের জন্য আবেদন করা হয়েছে আদালতে। যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই আবেদন তা হল একটি চিঠি। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় প্রাক্তন খাদ্যমন্ত্রীর একটি চিঠি উদ্ধার করেন তদন্তকারীরা। অভিযোগ, টাকা দেওয়া-নেওয়া সংক্রান্ত বিষয়ে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে লেখা একটি চিঠি তিনি তাঁর মেয়েকে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই চিঠি উদ্ধার করেন ইডি আধিকারিকরা। বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ওই চিঠিটি ফরেন্সিক পরীক্ষা করাতে আগ্রহী ইডি আধিকারিকরা। সেইজন্যই নমুনা সংগ্রহের জন্য আদালতের কাছে আবেদন করেছে ইডি। প্রসঙ্গত, এর আগে কালীঘাটের কাকু বা সুজয়কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বর পরীক্ষা করিয়েছে ইডি।
  • Link to this news (আজকাল)