• ভারতীয় ফুটবল থেকে অবসর নিয়েই নতুন ভূমিকায় সুনীল, জুটি বাঁধছেন ভাইচুংয়ের সঙ্গে
    আনন্দবাজার | ১৩ জুন ২০২৪
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পরেই নতুন দায়িত্ব সুনীল ছেত্রীর। ভাইচুং ভুটিয়ার সঙ্গে জুটি বাঁধলেন সদ্য অবসর নেওয়া ভারত অধিনায়ক। ইউরোর সময় ধারাভাষ্য দেবেন দু’জন। শুক্রবার রাত থেকেই শুরু হয়ে যাচ্ছে ইউরো কাপ। এ বারের আয়োজক জার্মানি। প্রতিযোগিতার ফাইনাল ১৪ জুলাই।

    নতুন দায়িত্ব পেয়ে সুনীল বলেন, “ইউরো ২০২৪ দরজায় কড়া নাড়ছে। ধারাভাষ্যকারদের প্যানেলের অংশ হতে পেরে খুব ভাল লাগছে। বিভিন্ন বিশেষজ্ঞ প্যানেলিস্টরাও থাকবেন। ফলে ফুটবলপ্রেমীরা শুধু প্রতিযোগিতা উপভোগ করবেন তা-ই নয়, ফুটবলকে আরও ভাল ভাবে বুঝতে পারবেন।”

    ইউরো কাপের আনন্দ যাতে আরও বেশি মানুষ উপভোগ করতে পারেন তা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সম্প্রচারকারী সংস্থা। ভারতীয় দলের বর্তমান অধিনায়ক গুরপ্রীত সিংহ সান্ধু ও ভারতের প্রাক্তন ফরওয়ার্ড রবিন সিংহও থাকবেন।

    এ ছাড়াও থাকছেন একগুচ্ছ আন্তর্জাতিক ফুটবল ব্যক্তিত্ব। ফ্রান্সের প্রাক্তন অধিনায়ক প্যাট্রিস এভ্রা ও ইংল্যান্ডের প্রাক্তন গোলরক্ষক ডেভিড জেমস থাকবেন। পাশাপাশি থাকছেন ডন হাচিসন, টেরি ফেলান, অ্যাশলে ওয়েস্টউড এবং মার্ক সিগ্রিভস। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন আদ্রিয়ানো দেল মন্টে, অলিভিয়া বাজাগলো, মানস সিংহ ও অর্পিত শর্মা।
  • Link to this news (আনন্দবাজার)