• WATER: হিমাচল প্রদেশ কোনও অতিরিক্ত জল দেয়নি, আদালতকে জানাল হরিয়ানা সরকার...
    আজকাল | ১৩ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে জলের হাহাকার। এক বিন্দু অতিরিক্ত জল খরচ করতে নারাজ কেউই। এরই মধ্যে সুপ্রিম কোর্টকে হরিয়ানা সরকার জানিয়ে দিল হিমাচল প্রদেশ থেকে কোনও অতিরিক্ত জল তাঁরা পাননি। ফলে দিল্লিকে অতিরিক্ত জল দিতে পারছে না হরিয়ানা সরকার। শীর্ষ আদালত আগেই জানিয়ে দিয়েছিল হিমাচল প্রদেশ যেন ১৩৭ কেউসেক জল হরিয়ানাকে দেয় যাতে সেই জল হরিয়ানা সরকার দিল্লিকে দিতে পারে। এবিষয়ে হরিয়ানা সরকার জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টের আদেশের পর তাঁরা হিমাচল প্রদেশ সরকারের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও অতিরিক্ত জল দেওয়া হয়নি। এমনকি কবে তাঁরা জল দেবে তা নিয়েও কোনও তথ্য জানানো হয়নি। 
  • Link to this news (আজকাল)