আজকাল ওয়েবডেস্ক: নদিয়া জেলার কল্যাণী জেএনএম হাসপাতালে এমডি পাঠরত এক চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন নার্সিংহোম এবং একাধিক জায়গায় চেম্বার করে রোগী দেখার অভিযোগে বুধবার রাতে এক ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ভুয়ো চিকিৎসকের নাম মাকসুদ রহমান। বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর থানার মিল্লি গ্রামে। ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মালদার বাসিন্দা ডাঃ মাসুদ রহমান এমবিবিএস পাশ করার পর বর্তমানে কল্যাণী জেএনএম হাসপাতালে তিন বছরের এমডি কোর্স করছেন। নামের মিল থাকার সুযোগ কাজে লাগিয়ে মাকসুদ রহমান মাসুদের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কয়েক মাস ধরে মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ এবং রঘুনাথগঞ্জ থানা এলাকার একাধিক নার্সিংহোম এবং বিভিন্ন জায়গায় প্রাইভেট চেম্বারে রোগী দেখছিলেন বলে অভিযোগ। ডাঃ মাসুদ রহমানের স্ত্রী তামান্না রহমান বলেন, ‘সম্প্রতি খবর পেয়েছিলাম স্বামীর ডাক্তারি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে মাকসুদ রহমান নামক এক যুবক মুর্শিদাবাদের একাধিক নার্সিংহোমে রোগী দেখছেন। এরপর গোটা ঘটনাটি সুতি থানায় লিখিতভাবে জানানোর পর পুলিশ ওই ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করেছে।’ পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধেয় ভুয়ো চিকিৎসক মাকসুদ রহমান ঔরঙ্গাবাদ সাজুর মোড়ের কাছে একটি নার্সিংহোমে রোগী দেখছিলেন। সেই সময় তামান্না রহমান রোগী সেজে মাকসুদ রহমানের চেম্বারে গিয়ে উপস্থিত হন। এরপরই ধরা পড়ে যায় মাকসুদের আসল পরিচয়। পুলিশ সূত্রে আরও জানা গেছে, মাকসুদের ডাক্তারির কোনও ডিগ্রি নেই। তিনি ‘মেডিক্যাল টেকনোলজিস্ট’ হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করছিলেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি মাসুদ রহমানের ডাক্তারির রেজিস্ট্রেশন নম্বরটি ব্যবহার করে রোগী দেখা শুরু করেন। এরপর তাঁর ‘খ্যাতি’ বাড়তেই বিভিন্ন নার্সিংহোমে যোগাযোগ করে সেখানেও রোগী দেখা শুরু করেছিলেন।