আজকাল ওয়েবডেস্ক: কুয়েতে বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে বাংলার এক শ্রমিকের। শুক্রবার তাঁর দেহ দেশে ফিরবে। এরপর বাংলায় পরিবারের হাতে তুলে দেওয়া হবে মৃত পরিযায়ী শ্রমিকের দেহ। অগ্নিকাণ্ডে বাংলার কোনও শ্রমিক আহত হয়েছেন কি না, তা এখনও জানতে পারেনি বিদেশমন্ত্রক। বুধবার ভোর ৬টা নাগাদ মাঙ্গাফ শহরে এক আবাসনে অগ্নিকাণ্ডটি ঘটে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৪৯। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪০ জন ভারতীয়র। আহত হয়েছেন আরও ৫০ জন। মৃতদের মধ্যে অধিকাংশই তামিলনাড়ু, কেরলের বাসিন্দা। ভারতীয়দের মৃত্যুর খবর পাওয়ার পর নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃত ভারতীয়দের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। জানা গিয়েছে, ওই আবাসনে ১৯৫ জন থাকতেন। সকলেই পরিযায়ী শ্রমিক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শর্ট সার্কিটের জেরে নীচের তলায় রান্নাঘরে আগুন লাগে। তা ছড়িয়ে পড়ে গোটা আবাসনে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী ফাহাদ ইউসুফ আল সাবাহ গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। ইতিমধ্যেই বাড়ির মালিককে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং কুয়েতে পাড়ি দিয়েছেন।