North Bengal: উত্তরে তুমুল বৃষ্টিতে দার্জিলিংয়ের একাধিক জায়গায় ধস, বন্ধ রাস্তা ...
আজকাল | ১৩ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণবঙ্গ যেখানে গরমে পুড়ছে, সেখানে উত্তরে হচ্ছে বিপুল বৃষ্টি। গত কয়েকদিনের অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং। সেখান থেকে কালেবুং যাওয়ার রাস্তা রীতিমতো বন্ধ। সিকিমে লাগাতার বৃষ্টির জেরে তিস্তায় বেড়েছে জলস্তর। সেই জল চলে এসেছে রাস্তার ওপর। প্রসঙ্গত, উত্তরবঙ্গে বর্ষা বেশ কয়েকদিন আগেই প্রবেশ করেছে। তার জেরে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, সিকিম উত্তরে প্রবল বৃষ্টি হচ্ছে। তার ফলে জল বেড়েছে তিস্তা নদীতে। তুমুল বৃষ্টির জেরে একাধিক এলাকায় ধস নেমেছে। যার ফলে একাধিক রাস্তা বারেবারে বন্ধ হচ্ছে। তিস্তার জল রাস্তার উপর চলে আসাতেও একই সমস্যা। রাস্তা বন্ধ রাখতে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় দিনরাত কাজ করে চলেছে প্রশাসন। বিভিন্ন উদ্ধারকারী দল কাজে নেমেছে। আটকে পড়া পর্যটকদের সরিয়ে আনা হচ্ছে নিরাপদ জায়গায়। এদিকে, মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত সিকিমের মঙ্গন জেলা। বুধবার রাত থেকে সেখানে ২২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মঙ্গন পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। মোবাইল পরিষেবাও কাজ করছে না। প্রবল বর্ষণের জেরে হড়পা বানে ভেসে নিখোঁজ ৫ জন। একটি দেহ উদ্ধার হয়েছে। প্রচুর বাড়ি বিধ্বস্ত হয়েছে। একাধিক সেতু, গ্রাম ভেসে যাওয়ার পথে।