• Partha Chattopaadhyaay: জেলে ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়
    আজকাল | ১৩ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জেলে আবারও অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়। পা ফুলেছে তাঁর। হাঁটাচলায় অসুবিধা হচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। পার্থর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে এসএসকেএম হাসপাতালে চিঠি পাঠালেন জেল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই অসুস্থ পার্থ। এর আগেও প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন। এসএসকেএমে ভর্তিও করাতে হয়েছিল। আইনজীবী মারফত শারীরিক অসুস্থতার কথা আদালতেও জানিয়েছেন পার্থ। ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় আগেও পায়ের যন্ত্রণায় ভুগেছেন তিনি। এ বারও সেই কারণেই হাঁটাচলায় অসুবিধা হতে পারে তাঁর। স্বাস্থ্যের পরীক্ষা করাতে এসএসকেএম কর্তৃপক্ষকে জানাল প্রেসিডেন্সি জেল।
  • Link to this news (আজকাল)