• NABANNA: বাড়ল হোমগার্ডদের অবসরকালীন ভাতা
    আজকাল | ১৩ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা ও রাজ্য পুলিশে কর্মরত হোমগার্ডদের অবসরকালীন ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে।এবার থেকে অবসরকালীন ভাতা হিসাবে ৫ লক্ষ টাকা করে পাবেন হোমগার্ডরা। এত দিন তাঁরা অবসরগ্রহণের সময়ে এই বাবদ ভাতা পেতেন ৩ লক্ষ টাকা। যদিও, শুরুতে তাঁদের অবসরকালীন ভাতার পরিমাণ ছিল মাত্র ৫০ হাজার টাকা। কিন্তু এখন সেই অবসরকালীন ভাতাই অনেকটা বাড়িয়ে দেওয়া হল। নবান্ন সূত্রে খবর, হোমগার্ডদের জন্য নেওয়া এই সিদ্ধান্তের কথা লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের কমিশনার ও রাজ্য পুলিশের ডিজিকে।
  • Link to this news (আজকাল)