• তৃতীয় দফায় সরকার গঠনের পর মোদির প্রথম সফর ইতালি
    আজকাল | ১৪ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। তৃতীয় বার সরকার গঠনের পর তাঁর প্রথম সফর ইতালিতে। লক্ষ্য জি ৭ শীর্ষ সম্মেলনে যোগদান। ইতালির আপুলিয়ার বরগো এগনাজিয়া রিসর্টে বসতে চলছে এই সম্মেলন। ১৩ থেকে ১৫ জুন চলবে সেটি। সেখানেই যোগ দেওয়ার জন্য ইতালি যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। তৃতীয়বার সরকার গঠনের পর প্রথম সফরের আগে নিজের আনন্দ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন এই সম্মেলনে ভারতের নজর থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তি, আফ্রিকা, ভূমধ্যসাগরসহ একগুচ্ছ বিষয়ে। রাজনৈতিক মহলের মতে এই সম্মেলনে যোগদানের পর বাইডেন সহ একগুচ্ছ রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করতে পারেন মোদি। সম্মেলন অংশগ্রহণকারী অন্য নেতাদের সঙ্গে দেখা করার জন্য উৎসাহিত, একথা নিজেই জানিয়েছেন মোদি।
  • Link to this news (আজকাল)