• Reasi: রিয়াসিতে জঙ্গি হামলার ঘটনায় আটক ৫০
    আজকাল | ১৪ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবারের ঘটনায় শিউরে উঠেছিল দেশ। রিয়াসিতে পুণ্যার্থীদের বাসে হামলা চালায় জঙ্গিরা। ৯ জনের মৃত্যু হয় হামলায়। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫০ জনকে আটক করা হয়েছে ইতিমধ্যে। অনুসন্ধান চলছে অর্ণস এবং মহোর এলাকাতেও। ১৯৯৫ থেকে ২০০৫ পর্যন্ত এই এলাকাগুলিতে সন্ত্রাসবাদীদের আস্তানা ছিল।বৃহস্পতিবারই জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালসহ একাধিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রধানমন্ত্রীকে সেখানকার নিরাপত্তা বিষয়ক সম্পূর্ন বিবরণ দেওয়া হয়। কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। সর্বশক্তি প্রয়োগ করে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস রুখে দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী, সূত্রের খবর তেমনটাই। বিভিন্ন এলাকায় নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে। বৈঠকের কয়েকঘন্টা পরেই সেখানকার পুলিশ জানিয়েছে, রিয়াসির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫০ জনকে আটক করা হয়েছে।
  • Link to this news (আজকাল)