Ajit Doval: তৃতীয় মেয়াদেও অজিতে আস্থা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন ডোভাল...
আজকাল | ১৪ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার, বাংলায় যার অর্থ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পরপর তিনবার এক ব্যক্তির উপরেই আস্থা রাখল মোদি সরকার। ওই পদে পুনর্নিয়োগ করা হল অজিত ডোভালকে। নরেন্দ্র মোদির তৃতীয় দফা এক অর্থে থার্ড ইনিংস অজিত ডোভালের জন্যও। প্রাক্তন গোয়েন্দা কর্তাকে এনএসএ পদে বসান মোদি নিজের প্রথম দফায় অর্থাৎ ২০১৪ সালে। উরি থেকে ডোকালাম, পুলওয়ামা পেরিয়ে ২০১৯ সালে ফের দ্বিতীয় দফায় ওই পদে নিয়োগ করা হয় তাঁকে।উত্তাল কাশ্মীর উপত্যকায় আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা ডোভালের দ্বিতীয় দফায় অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। ফের এনএসএ হিসেবে তাঁকে নিয়োগের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। বৃহস্পতিবারের বিজ্ঞপ্তি দিয়ে সরকার জানিয়েছে, পুনরায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে অজিত ডোভালকেই নিয়োগ করা হয়েছে। ওই নির্দেশিকা কার্যকর হয়েছে ১০ জুন থেকেই। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়োগের অনুমতি দিয়েছে পিকে মিশ্রকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপ্যাল সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে মিশ্রকে। প্রধানমন্ত্রীর মেয়াদ কিম্বা পরবর্তী আদেশ পর্যন্ত দুই পদে এই দুই ব্যক্তি বহাল থাকবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে জানানো হয়েছে, অজিত ডোভাল এবং পিকে মিশ্র, পদে থাকাকালীন দু' জনেই পূর্নমন্ত্রীর পদমর্যাদা পাবেন। মন্ত্রিসভার নিয়োগ কমিটি ১০ জুন থেকে ২ বছরের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে অমিত খারে এবং তরুণ কাপুরকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগে সিলমোহর দিয়েছে।