• Nagpur: বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ, মৃত ৫
    আজকাল | ১৪ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিস্ফোরক দ্রব্য তৈরির কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৫ জনের। আহত অন্তত ৫। ঘটনাটি বৃহস্পতিবার ঘটেছে নাগপুরে। পুলিশ সূত্রে খবর, নাগপুরের হিংনা থানার ধমনা গ্রামে চামুন্ডি এক্সপ্লোসিভ প্রাইভেট লিমিটেড-এ এই বিস্ফোরণ ঘটে। জানা গিয়েছে বিস্ফোরণে ৪ মহিলা সহ ৫ জনের মৃত্যু হয়েছে। দুপুর ১টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেইসময় কারখানায় কর্মীরা কর্মরত অবস্থায় ছিলেন। বিস্ফোরক প্যাক করার সময়েই আচমকা ঘটে এই বিস্ফোরণ। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। যদিও ওই কারখানার মালিক এবং ম্যানেজার পলাতক বলেই জানিয়েছে পুলিশ। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে।
  • Link to this news (আজকাল)