Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক মোদির...
আজকাল | ১৪ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: পরপর জঙ্গি হামলা। রবিবার রিয়াসিতে জঙ্গি হামলায় ১০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়। তার পরেই কাঠুয়ায় হামলা চালায় সন্ত্রাসবাদীরা। হামলার ঘটনায় আহত হন বেশ কয়েকজন গ্রামবাসী। এছাড়াও হামলা চলে ডোডা জেলাতেও। পরপর হামলার ঘটনার পর, বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালসহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে প্রধানমন্ত্রীকে সেখানকার নিরাপত্তা সম্পর্কিত পরিস্থিতির সম্পূর্ন বিবরণ দেওয়া হয়, জানানো হয় সন্ত্রাসবিরোধী অভিযান সম্পর্কেও। সূত্রের খবর, বৈঠকে মোদি দেশের সন্ত্রাস দমন ক্ষমতার পূর্ন স্পেকট্রাম মোতায়েন করার কথা বলেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের। সন্ত্রাস দমন জোরদার করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর মোতায়েন এবং সন্ত্রাসবিরোধী অভিযান সম্পর্কে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন বলেও জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।