আজকাল ওয়েবডেস্ক: রেস্তোরাঁ কাণ্ডে আগাম জামিন পেলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বারাসাত আদালতে পৌঁছন তৃণমূল বিধায়ক। তবে মামলা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। বেলা ১টা নাগাদ তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক। আদালত সূত্রে খবর, ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে সোহমের। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সোহমের বিরুদ্ধে নিউটাউনের এক রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনাকে ঘিরে তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। থানাতেও অভিযোগ জানান রেস্তোরাঁর মালিক। কিন্তু তারপরেও সোহমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। শুক্রবার হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে। তার আগেই বারাসাত আদালত থেকে আগাম জামিন পেলেন তৃণমূল বিধায়ক।