TMC: আক্রান্ত তৃণমূল, খেজুরি যাচ্ছেন কুণাল-বীরবাহা-শিউলি
আজকাল | ১৪ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ভোট মিটে গেলেও ভোট পরবর্তী হিংসার রেশ জারি। তৃণমূল, বিজেপি দুই দলই একে অপরের দিকে আঙুল তুলেছে এই ঘটনার। তৃণমূলের অভিযোগ, খেজুরিতে গেরুয়া শিবিরের হাতে আক্রান্ত তাদের দলীয় কর্মীরা। জায়গায় জায়গায় তৃণমূল কর্মীদের উপর অত্যাচার, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠে এসেছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে। বুধবার রাতেও উত্তপ্ত হয় সেখানকার পরিস্থিতি। এবার পরিস্থিতি খতিয়ে দেখতে, আক্রান্তদের পাশে দাঁড়াতে সেখানে যাচ্ছে প্রতিনিধি দল। সূত্রের খবর, দলনেত্রীর নির্দেশে শুক্রবার খেজুরিতে যাচ্ছেন কুণাল ঘোষ, কেশপুরের বিধায়ক শিউলি সাহা এবং মন্ত্রী বীরবাহা হাঁসদা। তিন প্রতিনিধি এলাকায় গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলবেন, গেরুয়া শিবিরের অত্যাচারের কথা তুলে ধরতে জনসভার আয়োজন করা হয়েছে বলেও খবর সূত্রের।