Suvendu Adhikari: ভোট পরবর্তী হিংসায় ‘আক্রান্ত’দের নিয়ে রাজভবনে শুভেন্দু...
আজকাল | ১৪ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচন শেষ হয়ে গেলেও রাজ্যে একাধিক রাজনৈতিক কর্মী আক্রান্ত হয়েছেন ভোট পরবর্তী হিংসায়। সেই ঘটনাতেই এবার রাজভবনের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের নিয়ে বৃহস্পতিবার রাজভবনে যান বিরোধী দলনেতা। বিকেল চারটে নাগাদ রাজভবনে ঢোকার কথা থাকলেও কড়া নিরাপত্তা থাকায় ঢুকতে পারেননি তিনি। ভোটের পরে হিংসার ঘটনায় ঘরছাড়া হয়েছেন বহু কর্মী। তাঁদের নিয়েই এদিন রাজভবনে প্রবেশ করার চেষ্টা করেন শুভেন্দু অধিকারী। রাজভবনের সামনের রাস্তা ঘিরে রেখেছে পুলিশ। এমনিতেই ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকে। বিরোধী দলনেতা আসার কারণে জমায়েত আটকাতে ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরে রেখেছে পুলিশ। সেখানেই আটকে যায় বিরোধী দলনেতার গাড়ি।