• Abhishek Banerjee: অভিষেকের ফোন নম্বর ব্যবহার করে প্রতারণার চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১...
    আজকাল | ১৪ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ফোন নম্বর ব্যবহার করে প্রতারণার চেষ্টার অভিযোগ, ঘটনার তদন্তে নেমে দিল্লি থেকে রূপান্তরকামী এক নারীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম সোফিয়া চক্রবর্তী। লালাবাজার সূত্রের খবর, এই ঘটনার সূত্রপাত ৭ জুন। জানা গিয়েছে, সেদিন অভিষেক ব্যানার্জির পরিচয় দিয়ে একটি ফোন যায় রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানের কাছে। পরিচিত সোফিয়ার জমি জটের সমস্যা একটু দেখে দেওয়ার কথা বলেন ফোনের অভিষেক। তবে কণ্ঠস্বরে তাঁর খটকা লাগে। তড়িঘড়ি বিষয়টি জানান অভিষেক ব্যানার্জির অফিসে। এরপর ৮ জুন তৃণমূল সাংসদের আপ্ত সহায়ক শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন। লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখা তদন্তভার গ্রহণ করে। তদন্তে নেমেই পুলিশ পৌঁছয় দিল্লির ছাতারপুর পর্যন্ত। অভিযোগ, দিল্লি পুলিশ তদন্তে কলকাতা পুলিশকে সহায়তা করেনি প্রাথমিক পর্যায়ে। পরবর্তীতে সয়াহতা পাওয়ার পর, ১০ জুন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল। সমাজমধ্যকে তথ্যপ্রযুক্তি বিভাগের এক কর্মীর সঙ্গে পরিচয়ের পর এই পরিকল্পনা তৈরি করেন তাঁরা। ইন্টারনেট থেকে অভিষেক ব্যানার্জির অফিসের সি ইউ জি নম্বর জোগাড় করে, প্রযুক্তির মাধ্যমে ওই নম্বরটি ক্লোন বা স্পুফ করে রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানকে ফোন করেন। দিল্লি থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয় সোফিয়াকে। তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ ঘটনাটির তদন্ত চালাচ্ছে।
  • Link to this news (আজকাল)