• ‌কুয়েত থেকে ৪৫ ভারতীয়র নিথর দেহ নিয়ে কোচির উদ্দেশে উড়ল বায়ুসেনার বিশেষ বিমান...
    আজকাল | ১৪ জুন ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ কুয়েত থেকে ৪৫ জন ভারতীয়র দেহ নিয়ে কোচির উদ্দেশে রওনা দিল বায়ুসেনার বিশেষ বিমান। সকাল ১১টা নাগাদ বিমানটি কোচিন বিমানবন্দরে অবতরণ করবে। তারপর দিল্লির উদ্দেশে রওনা দেবে। বিদেশ মন্ত্রকের জুনিয়র মন্ত্রী ও গোন্ডার সাংসদ কীর্তি বর্ধন সিংও ওই বিমানেই রয়েছেন।কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘‌বায়ুসেনার বিশেষ বিমান ৪৫ জন ভারতীয়র দেহ নিয়ে কোচির উদ্দেশে রওনা দিয়েছে। গোন্ডার সাংসদ কীর্তি বর্ধন সিং কুয়েত প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে গোটা বিষয়টির তদারকি করেছেন।’‌ ইতিমধ্যেই কোচিন বিমানবন্দরে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হয়েছে।প্রসঙ্গত, বুধবার কুয়েতে একটি ছয়তলার বহুতলে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ হয়। এরপরই প্রায় গোটা বিল্ডিং আগুনের গ্রাসে চলে যায়। ওই আবাসনে মূলত ভারতীয়রাই বসবাস করতেন। অগ্নিদ্বগ্ধ এবং দমবন্ধ হয়ে কমপক্ষে ৪৮ জনের মৃত্যু হয়। যাদের মধ্যে ৪৫ জন ভারতীয়। তাদেরই নিথর দেহ ফিরছে দেশে। জানা গেছে মৃতদের মধ্যে ২৩ জনই কেরলের বাসিন্দা। 
  • Link to this news (আজকাল)