আজকাল ওয়েবডেস্ক: হজ যাত্রায় এবার রেকর্ড ১ লক্ষ ৭৫ হাজার ভারতীয় অংশ নিচ্ছেন। ভারতের হজ কমিটি-এইচসিওআই-এর মাধ্যমে অংশগ্রহণকারী ১ লক্ষ ৪০ হাজারেরও বেশি পুণ্যার্থীদের মদিনা'র মারকাজিয়া এলাকার হোটেলগুলিতে রাখা হয়েছে। ভারতই প্রথম দেশ হিসেবে জেড্ডা থেকে মক্কায় ৩৩ হাজার হজযাত্রীর জন্য দ্রুতগতির ট্রেনের বন্দোবস্ত করেছে। পুরুষ আত্মীয় বা "মেহরাম" ছাড়া যেসব মহিলা হজ যাত্রায় যোগ দিয়েছেন তাঁদের জন্য এবছর ৫ হাজারেরও বেশি পৃথক ভবন, হাসপাতাল, ডিসপেনসারি থাকছে। "হজ সুবিধা" মোবাইল অ্যাপে বিভিন্ন তথ্য পাওয়ার পাশাপাশি পুণ্যার্থীরা নিজেদের যেকোনও অভিযোগও জানাতে পারছেন।