• কলকাতা লিগে একই গ্রুপে ইস্টবেঙ্গল, মোহনবাগান, কবে থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা?
    আনন্দবাজার | ১৪ জুন ২০২৪
  • আসন্ন কলকাতা ফুটবল লিগের গ্রুপ বিন্যাস হয়ে গেল শুক্রবার। সেখানে একই গ্রুপে পড়ল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। দীর্ঘ দিন বাদে কলকাতা লিগে আবার ডার্বি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্য গ্রুপে পড়েছে মহমেডান স্পোর্টিং। সেই গ্রুপে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি-ও।

    এ বারের কলকাতা লিগে মোট ২৬টি দল অংশ নিচ্ছে। তাদের দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রতিটি গ্রুপে থাকছে ১৩টি করে দল। তারা একে অপরের বিরুদ্ধে খেলবে। পয়েন্টের ভিত্তিতে দুই গ্রুপের প্রথম তিনটি দলকে নিয়ে সুপার সিক্স আয়োজন করা হতে পারে।

    আগামী ২৫ জানুয়ারি শুরু হচ্ছে কলকাতা লিগ। তবে তিন প্রধান কবে এবং কাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে তা এখনও ঠিক হয়নি। শোনা যাচ্ছে মোহনবাগানের প্রথম প্রতিপক্ষ হতে চলেছে ভবানীপুর। ইস্টবেঙ্গল খেলতে পারে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে। মহমেডানের সম্ভাব্য প্রতিপক্ষ উয়াড়ি।

    গত বছর মহমেডান অনেক আগেই কলকাতা লিগ জিতে যাওয়ায় ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ আগ্রহ হারিয়েছিল। মোহনবাগান সেই ম্যাচ নৈহাটি গিয়ে খেলতে রাজি হয়নি। তারা ওয়াকওভার দেয় ইস্টবেঙ্গলকে। মোহনবাগান সূচি পাল্টানোর আবেদন করলেও আইএফএ শোনেনি। ফলে ম্যাচ বাতিল হয়। গত চার বছর কলকাতা লিগে কোনও ডার্বি হয়নি। এ বার হয়তো পরিস্থিতি বদলাতে পারে।

    গ্রুপ এ: মহমেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার, বিএসএস, খিদিরপুর, এরিয়ান, কালীঘাট এমএস, সুরুচি সংঘ, আর্মি রেড, মেসারার্স ক্লাব, ইউনাইটেড স্পোর্টস, সাদার্ন সমিতি, পাঠচক্র এবং উয়াড়ি।

    গ্রুপ বি: মোহনবাগান, ইস্টবেঙ্গল, ইস্টার্ন রেলওয়ে, ভবানীপুর, জর্জ টেলিগ্রাফ, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, ক্যালকাটা কাস্টমস, রেনবো এসি, রেলওয়ে এফসি, পিয়ারলেস, পুলিশ এসি, ক্যালকাটা পুলিশ এবং টালিগঞ্জ অগ্রগামী।
  • Link to this news (আনন্দবাজার)