• South Africa: ‌মাঙ্কিপক্সে এখনও অবধি দু’‌জনের মৃত্যু দক্ষিণ আফ্রিকায়...
    আজকাল | ১৪ জুন ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় আরও এক জনের মৃত্যু হয়েছে। মাঙ্কিপক্স সংক্রমণে আফ্রিকার এই দেশটিতে প্রথম মৃত্যুর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটল। ‌বেশ কয়েক জন আক্রান্ত বলে জানা গেছে। গত বুধবার মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় প্রথম মৃত্যুর কথা জানানো হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা বলেছেন, ৩৭ এবং ৩৮ বছর বয়সী দুই যুবকের শারীরিক পরীক্ষায় এমপক্স ধরা পড়ে। ভাইরাসের দু’‌জনই মারা যান। জো ফাহলা বলেছেন, চলতি বছরে দেশে ছয় জন এমপক্সে সংক্রমিত হয়েছেন। যার মধ্যে গাউতেংয়ের দু’‌জন যুবক রয়েছেন। এছাড়া অন্য চার জন কোয়াজুলু–নাটালের বাসিন্দা। ভাইরাসে সংক্রমিত হওয়ার পর সবারই অবস্থা ছিল আশঙ্কাজনক। প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আরও জানা গেছে সংক্রমিতদের সকলেই ৩০ থেকে ৩৯ বছর বয়সী এবং পুরুষ। 
  • Link to this news (আজকাল)