আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম কঙ্গোর কোয়া নদীতে নৌকাডুবি। মৃত অন্তত ৮০। কঙ্গোর মাই–এনডোম্বে প্রদেশের মুশি শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের কোয়া নদীতে বুধবার একটি নৌকা ডুবে ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি কঙ্গো–ব্রাজাভিলের সীমান্তের কাছে কোয়া নদীতে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মাই-এনডোম্ব প্রদেশের গভর্নর রিটা বোলা জানান, রাতে নৌকা চলাচলের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। বহন ক্ষমতার চেয়ে বেশি মানুষ ওঠাতেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে প্রশাসন।