• অর্শদীপের রেকর্ড, জয়ের হ্যাটট্রিকে সুপার এইটে ভারত
    আজকাল | ১৪ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জয়ের হ্যাটট্রিক। প্রথম দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ভারত। বুধবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৭ উইকেটে জিতল ভারত। পাকিস্তান ম্যাচের পর বোলারদের দাপট মার্কিনিদের বিরুদ্ধেও। টি-২০ ক্রিকেটে নিজের সেরা গড় অর্শদীপ সিংয়ের। ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের ইতিহাসে কোনও ভারতীয় বোলারের সেরা পারফরম্যান্স। স্বভাবতই ম্যাচের সেরা অর্শদীপ। তাঁর দাপটে ২০ ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ১১০ রান তোলে আমেরিকা। জবাবে ১০ বল বাকি থাকতে ১৮.২ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। আয়ারল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর, এদিন রানে ফেরেন সূর্যকুমার যাদব। অর্ধশতরান পান। ৪৯ বলে ৫০ রানে অপরাজিত। ইনিংসে রয়েছে দুটো ছয় এবং চার। টি-২০ ক্রিকেটে তাঁর ৫০তম অর্ধশতরান। সূর্য সুলভ ইনিংস না হলেও গুরুত্বপূর্ণ রান যোগ করেন। উইকেটের অন্য প্রান্তে ৩৫ বলে ৩১ রানে অপরাজিত শিবম দুবে। চতুর্থ উইকেটে ৬৭ রান যোগ করে সূর্যকুমার-শিবম জুটি। কষ্টার্জিত জয় ভারতের। ১১১ রান তাড়া করতে নেমে ম্যাচটা কঠিন করে জিতল টিম ইন্ডিয়া। ৪৪ রানে ৩ উইকেট হারায় ভারত। দশ ওভারের শেষ ৩ উইকেট হারিয়ে ৪৭ রান ছিল রোহিতদের। তবে শেষপর্যন্ত কোনও অঘটন ঘটেনি। রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা যেভাবে হয়েছিল, আতঙ্ক সৃষ্টি করেছিল। পাকিস্তান বধের নায়ক সৌরভ নেত্রাভালকার। শুরুতেই ফিরিয়ে দেন বিরাট কোহলি, রোহিত শর্মাকে। ২.২ ওভারের মধ্যে ভারতের দুই মহাতারকা প্যাভিলিয়নে ফিরে যান। ম্যাচের নায়ক হওয়ার সুযোগ ছিল সৌরভের কাছে। কিন্তু গুরুত্বপূর্ণ সময় সূর্যকুমারের সহজ ক্যাচ ফেলেন ভারতীয় বংশোদ্ভূত। ক্যাচটা নিতে পারলে ম্যাচের রেজাল্ট বদলে গেলেও যেতে পারত। কিন্তু ভাগ্যের জোরে সেই যাত্রায় বেঁচে যান সূর্য। আবারও ব্যর্থ বিরাট কোহলি। পরপর তিন ম্যাচে। এদিন প্রথম বলেই শূন্য রানে ফেরেন তারকা ক্রিকেটার। নেত্রাভালকারের বলে উইকেটের পেছনে ধরা পড়েন। ১ রানে প্রথম উইকেট হারায় ভারত। বেশিক্ষণ টেকেনি রোহিতও। এবারও সেই নেত্রাভালকার। ৩ রানে ফেরেন ভারত অধিনায়ক। মাত্র ১০ রানে ২ উইকেট হারায় টিম ইন্ডিয়া। শুরুটা ভাল করেছিলেন ঋষভ পন্থ। কিন্তু ১৮ রানে আলি খানের বলে বোল্ড হন। বাকি কাজটা সারেন সূর্যকুমার যাদব এবং শিবম দুবে। শুরুটা নড়বড়ে করলেও ইনিংসের শেষ দিকে হাত খোলেন মিস্টার ৩৬০ ডিগ্রি। আইপিএলের কয়েকটা ট্রেডমার্ক শট বেরিয়ে আসে তাঁর ব্যাট থেকে। ৫০ রানে অপরাজিত সূর্য। ৩১ রানে অপরাজিত দুবে। নক আউট পর্বের আগে দু'জন রান পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরবে ভারতীয় শিবিরে। টসে জিতে আমেরিকাকে ব্যাট করতে পাঠান রোহিত। কিন্তু অর্শদীপের দাপটে মাত্র ১১০ রানে শেষ হয় মার্কিনিদের ইনিংস। প্রথম বলেই উইকেট ভারতীয় পেসারের। প্রথম ওভারে জোড়া উইকেট। বিপক্ষের কোনও ব্যাটার‌ই দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ রান নীতিশ কুমারের। ২৭ রান করেন। এদিন উইকেট পাননি যশপ্রীত বুমরা। জোড়া উইকেট তুলে নেন হার্দিক পাণ্ডিয়া। তিন ম্যাচেই উইকেট পেলেন রোহিতের ডেপুটি। মোট উইকেট সাত। আইপিএলের ব্যর্থতা কাটিয়ে জাতীয় জার্সিতে আবার স্বমহিমায় হার্দিক। 
  • Link to this news (আজকাল)