আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকালেই কুয়েত থেকে ৪৫ জন ভারতীয়র দেহ নিয়ে কোচির উদ্দেশে রওনা দেয় বায়ুসেনার বিশেষ বিমান। বিদেশ মন্ত্রকের জুনিয়র মন্ত্রী ও গোন্ডার সাংসদ কীর্তি বর্ধন সিংও ওই বিমানেই ছিলেন। কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘বায়ুসেনার বিশেষ বিমান ৪৫ জন ভারতীয়র দেহ নিয়ে কোচির উদ্দেশে রওনা দিয়েছে। গোন্ডার সাংসদ কীর্তি বর্ধন সিং কুয়েত প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে গোটা বিষয়টির তদারকি করেছেন।’ কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে মৃতদের শ্রদ্ধা জ্ঞাপন করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী।।প্রসঙ্গত, বুধবার কুয়েতে একটি ছয়তলার বহুতলে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ হয়। এরপরই প্রায় গোটা বিল্ডিং আগুনের গ্রাসে চলে যায়। ওই আবাসনে মূলত ভারতীয়রাই বসবাস করতেন। অগ্নিদ্বগ্ধ এবং দমবন্ধ হয়ে কমপক্ষে ৪৮ জনের মৃত্যু হয়। যাদের মধ্যে ৪৫ জন ভারতীয়। তাদেরই নিথর দেহ ফিরছে দেশে। জানা গেছে মৃতদের মধ্যে ২৩ জনই কেরলের বাসিন্দা। অগ্নিকাণ্ডের ঘটনায় ২জনকে আটক করেছে কুয়েতি কর্তৃপক্ষ। কুয়েতের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সেখানকার ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। খরচ কমানোর জন্য যারা বিপদসংকুল পরিস্থিতিতে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক রাখার জন্য আইন লঙ্ঘন করে, তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়া হবে। মৃতের সংখ্যার দিক থেকে এটি কুয়েতের দ্বিতীয় বৃহত্তম অগ্নিকাণ্ড। ২০০৯ সালে এক মহিলা স্বামীর দ্বিতীয় বিয়েতে ক্ষুব্ধ হয়ে বিয়ের অনুষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। তাতে শিশু সহ ৫৬ জনের মৃত্যু হয়েছিল।