SPEAKER: স্পিকার পদে বিজেপি প্রার্থীকেই সমর্থন করা হবে: কে সি ত্যাগী...
আজকাল | ১৪ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : লোকসভায় কে এনডিএ-র স্পিকার হবেন তা নিয়ে চলছে জোর জল্পনা। এরই মাঝে জেডিইউ নেতা কে সি ত্যাগী জানালেন তাঁর দল এবং টিডিপি এনডিএ জোটের শরিক। তাই বিজেপি মনোনীত স্পিকার পদের প্রার্থীকেই তাঁরা সমর্থন করবেন। তিনি আরও বলেন, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে গুজব ছড়ানো হচ্ছে যে, টিডিপি বা জেডিইউ থেকে কেউ স্পিকার হতে পারেন। তবে তাঁদের এই দাবি হাস্যকর। এনডিএ শিবিরে কোনও সমস্যা নেই। বিজেপির প্রার্থীকেই তাঁরা সমর্থন করবেন। এবারের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এরপর বাদল অধিবেশনে বাজেট পেশ হবে। আগামী ৫ বছরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকবে তার রূপরেখা পাওয়া যাবে বাজেটে। ত্যাগী বলেন, সংসদে এবার ইতিবাচক আলোচনা হবে। নির্বাচিত সাংসদরা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের টার্গেট রেখেই কাজ করবেন। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে ২৪ জুন থেকে।