RAM RAHIM: ১০ মাসে সাতবার প্যারোলে মুক্তি, ফের ২১ দিনের প্যারোল চাইলেন রাম রহিম...
আজকাল | ১৪ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : বিগত ১০ মাসে সাতবার প্যারোলে মুক্তি পেয়েছেন ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম। এবার ফের একবার পাঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টে ২১ দিনের প্যারোল চেয়ে ফের তিনি আবেদন করলেন। ডেরা সাচ্চা সৌদার একটি অনুষ্ঠানের কথা বলে তিনি প্যারোলে মুক্তির দাবি জানিয়েছেন। তাঁকে ফের প্যারোলে মুক্তি দেওয়া হবে কিনা তা নিয়ে শুনানি হবে ২ জুলাই। প্রসঙ্গত, ২৯ জানুয়ারি হাই কোর্ট প্রশ্ন তোলে ২০ বছর জেলের আসামীকে কেন এতবার প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে। এভাবে কতবার আর কাউকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে তার হিসাব জানতে চায় আদালত। প্রসঙ্গত, ডেরার দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছিল হরিয়ানার পঞ্চকুলা আদালত। এই ঘটনার কথা প্রকাশ্যে আনার জন্য খুন হতে হয় এক সাংবাদিককে। সেই খুনের ঘটনায় আরও তিনজনের সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম। পাশাপাশি ডেরার ম্যানেজারকে খুনের অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। তবে সেই অভিযোগ থেকে তাঁকে নিষ্কৃতি দিয়েছে হাই কোর্ট।