আজকাল ওয়েবডেস্ক : ঔদ্ধত্যই ডুবিয়েছে বিজেপিকে। কটাক্ষ করলেন আরএসএস নেতা ইন্দ্রাশীষ কুমার। চলতি লোকসভা অধিবেশনে বিজেপির অতিরিক্ত আত্মবিশ্বাস জনসাধারণকে তাঁদের থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছে। জয়পুরে একটি অনুষ্ঠান থেকে ইন্দ্রাশীষ কুমার বলেন, রামের ভক্ত হিসাবে বারে বারে ঔদ্ধত্যই প্রকাশ পেয়েছে। যারা নিজেদের বৃহত্তর দল হিসাবে দাবি করেছিলেন তারা আজ ২৪১ আসনে থেমে গিয়েছে। রামই ঔদ্ধত্যের জবাব দিয়েছে। অন্যদিকে ইন্ডিয়া জোটকেও কটাক্ষ করেছেন ইন্দ্রাশীষ কুমার। তিনি বলেন, যাদের রামের প্রতি বিশ্বাস নেই। তারা সকলে মিলে ২৩৪ টি আসনের বেশি পায়নি। ভগবানের এই বিচার সত্যিই আনন্দের। তাহলে কি বিজেপির সঙ্গে আরএসএসের দূরত্ব বাড়ছে। নিজেদের মধ্যে তৈরি হয়েছে কলহ। প্রশ্ন করছে রাজনৈতিকমহল।