• সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই পেশ হবে বাজেট
    আজকাল | ১৪ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : সংসদের বাদল অধিবেশন শুরু হবে ২২ জুলাই থেকে। শেষ হবে ৯ আগস্ট। সূত্রের খবর, অধিবেশনের প্রথম দিনেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এছাড়াও এই অধিবেশনে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলেও খবর মিলেছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজুজু নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে ২৪ জুন থেকে। শেষ হবে ৩ জুলাই। প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অন্তর্বর্তী বাজেট পেশ করেন। সেখানে মোদি সরকারের বিগত ১০ বছরের সফলতার খতিয়ান তুলে ধরেন। সেই বাজেটে পরিকাঠামো তৈরি করে চাকরির পরিবেশ তৈরিতে জোর দেওয়া হয়েছিল। তবে ২৪ জুন থেকে শুরু হওয়া অধিবেশনে লোকসভার স্পিকার বেছে নেওয়া হবে। ২৪ এবং ২৫ জুন সংসদের নতুন সাংসদরা শপথ নেবেন। 
  • Link to this news (আজকাল)