• প্রবল বৃষ্টির জের, জলপাইগুড়িতে জঙ্গল ছেড়ে লোকালয়ে হাতির দল...
    আজকাল | ১৪ জুন ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: অতি ভারী বৃষ্টিতে ফুলে উঠেছে তরাই-ডুয়ার্সের বিভিন্ন নদী, জঙ্গলের ভেতরের এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে। এরই জেরে জঙ্গল থেকে বেরিয়ে সহজলভ্য খাবার ও নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ের পথে ছুটে চলেছে হাতির দল। এতগুলি হাতিকে গ্রামের ভেতরে চাষের জমি ধরে ছুটে চলতে দেখে গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বৈকুন্ঠপুর জঙ্গল সংলগ্ন কালিয়াগঞ্জ গ্রামে। বৃহষ্পতিবার রাত থেকে পাহাড়ের পাশাপাশি সমতলের বিভিন্ন এলাকাতে অবিরাম বৃষ্টি শুরু হয়েছে। নদীর জলস্তর বৃদ্ধির পাশাপাশি ধসে বিভিন্ন রাস্তা ও সেতু ভেঙে যাওয়ায় উত্তর সিকিমের পরিস্থিতি ক্রমশই জটিল রূপ নিচ্ছে। পাহাড়ে বৃষ্টির জেরে জলপাইগুড়ি, ডুয়ার্স সহ বিভিন্ন এলাকার নদী এবং পাহাড়ী ঝোরাগুলিতেও বেড়েছে জলের স্রোত। আর এরই প্রভাব মানুষের পাশপাশি বন্য প্রাণীদের মধ্যেও স্পষ্ট।শুক্রবার ভোর হতেই জলপাইগুড়ি শহর থেকে কিছুটা দূরে অবস্থিত বৈকুণ্ঠ পূর্ব বনাঞ্চল ঘেঁষা কালিয়াগঞ্জ গ্রামে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঢুকে পড়েছে একদল বুনো হাতি। খবর পেয়ে হাতির দলটির ওপর নজরদারি শুরু করেছে বন বিভাগের কর্মীরা। হাতির দলটিকে লোকালয় থেকে দূরে রাখার চেষ্টা করছেন বনকর্মীরা। 
  • Link to this news (আজকাল)