Hilsa: শনিবার থেকেই ইলিশ ধরতে সমুদ্রে পাড়ি দেবেন মৎস্যজীবীরা
আজকাল | ১৪ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আর এক দিন পরেই। তারপরেই ইলিশ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দেবেন মৎস্যজীবীরা। বঙ্গোপসাগরে ইলিশের প্রজনন বাড়াতে ১৪ এপ্রিল–১৫ জুন অবধি মাছ ধরা বন্ধের উপর রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। যা শনিবারই শেষ হয়ে যাচ্ছে। আর মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার প্রস্তুতিপর্বও সারা। দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় ঘাটে ঘাটে একের পর এক ট্রলার এসে ভিড়ছে। বিভিন্ন জেলার নানা প্রান্ত থেকে ঘাটে চলে এসেছেন মৎস্যজীবীরাও। কাকদ্বীপ, নামখানা, ডায়মন্ড হারবার, ফ্রেজারগঞ্জ, সাগর, বকখালি, রায়দিঘির ঘাটে ঘাটে ব্যস্ততা তুঙ্গে। ট্রলারে তোলা হচ্ছে জ্বালানি তেল, বরফ, নির্দিষ্ট মাপের ইলিশ ধরার জাল, পানীয় জল, খাবার–সহ প্রয়োজনীয় জিনিসপত্র। পর্যাপ্ত পরিমাণে লাইফ জ্যাকেট রয়েছে কিনা তা খতিয়ে দেখে নেওয়া হচ্ছে। মৎস্যজীবীদের মঙ্গলকামনায় পুজোপাঠও চলছে।