• উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণে কবে নামবে'‌
    আজকাল | ১৪ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ উত্তরে শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণের সাত জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তাপপ্রবাহ হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমে। এর মধ্যে কয়েকটি জেলায় তাপপ্রবাহ হতে পারে শনিবারও। তবে তাপপ্রবাহের মধ্যেও আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। বলা হয়েছে, কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলায় শুক্রবার বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ কোথাও কোথাও হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। তবে গরমের হাত থেকে মুক্তি পেতে আরও অন্তত দু’দিন সময় লাগবে। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবারের পর রাজ্যের কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। ভ্যাপসা গরমের অস্বস্তিও থাকবে না রবিবার থেকে। তার পর সর্বত্র বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পঙে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ধস নেমেছে পাহাড়ে। সিকিমে আটকে পড়েছেন পর্যটকরা। ক্রমশ বেড়ে চলেছে তিস্তার জল।
  • Link to this news (আজকাল)