আজকাল ওয়েবডেস্ক: রাজভবনে ঢুকতে পারেননি, আর সেটাকে হাতিয়ার করেই এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট মিটে গেলেও ভোট পরবর্তী হিংসায় গেরুয়া শিবিরের কর্মীরা আক্রান্ত, এই অভিযোগ বারবার তুলেছে গেরুয়া শিবির। রাজ্যের বিরোধী দলনেতা বৃহস্পতিবার আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজভবনে যেতে চেয়েছিলেন। তবে যেতে পারেননি। শুভেন্দুর অভিযোগ অনুমতি থাকার পরেও, অতি সক্রিয় পুলিশ পথ আটকেছে। সেই ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। শুক্রবার সকালে শুভেন্দু অধিকারীর আইনজীবী বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দৃষ্টি আকর্ষণ করলে, বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবারেই এই মামলার শুনানির সম্ভাবনা বলেও খবর সূত্রের।উল্লেখ্য, বৃহস্পতিবার প্রায় দু'শোজনকে নিয়ে রাজভবনের দিকে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, অনুমতি থাকার পরেও পুলিশ আক্রান্তদের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়নি। সূত্রের খবর, এই ঘটনায় ইতিমধ্যে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করেছেন খোদ রাজ্যপাল।