• Artificial Intelligence: গ্রামের মানুষের উন্নত পরিষেবায় ব্যবহার করা হবে এআই ...
    আজকাল | ১৪ জুন ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ রাজ্যের গ্রামাঞ্চলের মানুষকে উন্নত পরিষেবা পৌঁছে দিতে স্মার্ট পঞ্চায়েত ২.০ আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে রাজ্যের পঞ্চায়েত দপ্তর একটি হোয়াটসঅ্যাপ চ্যাটবট চালু করল। এই চ্যাটবট থেকে পঞ্চায়েত এলাকার বাসিন্দারা নানা সরকারি পরিষেবা ঘরে বসেই পাবেন। সেখান থেকে পঞ্চায়েত দপ্তরের কর্মীদের জন্য একাধিক সুবিধা মিলবে বলে পঞ্চায়েত দপ্তরের তরফে জানানো হয়েছে। ওই হোয়াটসঅ্যাপ চ্যাট বটের নম্বর ৬২৯১২৬৫৮৫৪। বাড়ি তৈরির অনুমোদন সংক্রান্ত শংসাপত্র ট্রেড এনওসি বা বাণিজ্যিক বিষয়ে নো অবজেকশন সার্টিফিকেট পুনর্নবীকরণের অ্যালার্ট, পরিষেবা সংক্রান্ত অভিযোগ ও তার নিষ্পত্তির তথ্য, পঞ্চায়েত দপ্তরের অতিথিশালা বুক করা সহ একাধিক পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে। এই চ্যাটবট থেকে পঞ্চায়েত কর্মীরাও অনেক প্রয়োজনীয় তথ্য পাবেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজ, পে স্লিপ, বার্ষিক বেতন ইত্যাদি। স্মার্ট পঞ্চায়েতের নানা দিক নিয়ে আলোচনা করতে ধনধান্য অডিটোরিয়ামে শুক্রবার এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজ্য পঞ্চায়েত দপ্তরের আয়োজিত সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পঞ্চায়েত প্রতিনিধিদের সামনে স্মার্ট পঞ্চায়েতের গুরুত্ব তুলে ধরবেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ দপ্তরের শীর্ষ কর্তারা।
  • Link to this news (আজকাল)