• Dimitrios Diamantakos: অবশেষে ঘোষণা, ইস্টবেঙ্গলেই ডিয়ামানটাকোস
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লাল হলুদে দিমিত্রিয়স ডিয়ামানটাকোস। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা করল ইস্টবেঙ্গল। আইএসএলের সর্বোচ্চ গোলদাতার সঙ্গে দু'বছরের চুক্তি করল কলকাতার প্রধান।‌ গত আইএসএলে কেরল ব্লাস্টার্সের হয়ে ১৩ গোল করেন গ্রিসের স্ট্রাইকার। তাঁর সঙ্গে প্রাথমিক চুক্তি আগেই হয়ে গিয়েছিল। এদিন ঘোষণা হল। ইস্টবেঙ্গলে‌ যোগ দিতে পেরে উচ্ছ্বসিত তিনি। ডিয়ামানটাকোস বলেন, 'এশিয়ার মধ্যে ফ্যান বেস-এ ইস্টবেঙ্গল অন্যতম সেরা। ওদের সামনে খেলার জন্য আমার তর সইছে না। আমাদের লক্ষ্যপূরণ করতে আমি নিজের সেরাটা দেব। একইসঙ্গে সমর্থকদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। কলকাতায় দেখা হবে।' তাঁকে পেয়ে খুশি ইস্টবেঙ্গল কোচও। কুয়াদ্রাত বলেন, 'ডিয়ামানটাকোসের অন্তর্ভুক্তি আমাদের দলকে আরও শক্তিশালী করবে। ভারত এবং আইএসএলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে। ওর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওর কাছে অন্যান্য ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু দিমিত্রিয়স ইস্টবেঙ্গলে‌ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।' কথাবার্তা চূড়ান্ত হয়ে গেলেও তাঁর মেডিক্যাল পরীক্ষার জন্য অপেক্ষা করা হচ্ছিল। জানানো হয়েছিল, তিনি সম্পূর্ণ ফিট না হলে তাঁকে সই করানো হবে না। মরশুমের শেষে চোটের জন্য কেরলের জার্সিতে বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারেননি। তাই তাঁর চোটের বিষয়টি নিয়ে নিশ্চিত হতে চাইছিল লাল হলুদ ম্যানেজমেন্ট। শেষমেষ তাঁর মেডিক্যাল রিপোর্ট দেখে সন্তুষ্ট ইস্টবেঙ্গল কর্তারা। তাই কোনও দেরী না করে, আগেই সই করিয়ে নেওয়া হয় আইএসএলের গোল্ডেন বুটজয়ীকে। শেষমেষ এদিন ঘোষণা করা হয়। 
  • Link to this news (আজকাল)