T20 World Cup: জোড়া ছয়ে নতুন রেকর্ড কেকেআরের তারকার
আজকাল | ১৫ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রেকর্ড বুকে ঢুকে পড়লেন কেকেআরের তারকা। বিশ্বমঞ্চে নয়া নজির ফিল সল্টের। ওমানের বিরুদ্ধে প্রথম দুই বলেই ছক্কা হাঁকান সল্ট। আন্তর্জাতিক ক্রিকেটে যা বিশ্বরেকর্ড। প্রথম দু'বলে ছয় মারার রেকর্ড অন্য কোনও ব্যাটারের নেই। বিশ্বকাপ তো বটেই, কোনও আন্তর্জাতিক ম্যাচেও এই কীর্তি নেই। অর্থাৎ, ইতিহাসে নাম লেখালেন ফিল সল্ট। ওমানের বিরুদ্ধে বড় জয়ে সুপার এইটের আশা জিইয়ে রাখল ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়ায় ওমানের বিরুদ্ধে দু'পয়েন্ট পেতেই হত ইংল্যান্ডকে। স্কটল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। অস্ট্রেলিয়ার কাছে হারে ইংল্যান্ড। প্রায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ব্রিটিশদের। অ্যান্টিগাতে ওমানের বিরুদ্ধে ৮ উইকেটে জেতে ইংল্যান্ড। মাত্র ৪৭ রানে প্রতিপক্ষকে অলআউট করে দেয় বাটলাররা। ৩.১ ওভারের মধ্যে জয়সূচক রানে পৌঁছে যায় ইংল্যান্ড। চার উইকেট নেন আদিল রশিদ। বড় জয়ে রানরেটে অনেকটাই উন্নতি করে থ্রি লায়ন্সরা। গ্রুপ বি-তে নেট রানরেটে দ্বিতীয় স্থানে উঠে আসে ইংল্যান্ড। নামিবিয়ার বিরুদ্ধে জিতলেই সুপার এইটে চলে যাবে ইংল্যান্ড।