• Chess: ‌মেয়েদের বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন ভারতের দিব্যা দেশমুখ...
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতের দিব্যা দেশমুখ মেয়েদের বিশ্ব জুনিয়র দাবা প্রতিযোগিতায় খেতাব জিতেছেন। গুজরাটের গান্ধীনগরে ফাইনাল রাউন্ডে দিব্যা হারান বুলগেরিয়ার বেলোস্লাভা ক্রাস্তেভাকে। ২৬ চালে প্রতিপক্ষকে বাজিমাত করেন দিব্যা। ১৮ বছরের নাগপুরের তরুণী টুর্নামেন্ট শেষ করেন ১০ পয়েন্টে। জেতেন ৯টি গেম। দুটি গেম হয় ড্র। 
  • Link to this news (আজকাল)