ছয় বছরের নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ট্রাক চালক...
আজকাল | ১৫ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ছয় বছরের নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠল এক ট্রাক চালকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে তেলেঙ্গানার পেদ্দাপল্লী জেলায়। জানা গিয়েছে, ওই নাবালিকার মা পেশায় শ্রমিক। তিনি বৃহস্পতিবার রাতে কাজের শেষে মেয়েকে নিয়ে একটি চালকলের বাইরে ঘুমোচ্ছিলেন। মাঝরাতে ঘুম ভেঙে তিনি দেখেন তাঁর মেয়ে নিখোঁজ। সহকর্মীদের ঘুম থেকে তুলে তিনি খুঁজতে শুরু করেন। পাশের একটি ঝোপের মধ্যে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখেছে পুলিশ। দেখা গিয়েছে, অভিযুক্ত বলরাম ওই নাবালিকাকে কাঁধে করে ঝোপের দিকে নিয়ে যাচ্ছে। স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।