বীরেন ভট্টাচার্য: তিন দণ্ড সংহিতা বা ক্রিমিনাল আইন নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কর্মিবর্গ মন্ত্রক। আজ সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যাতে মন্ত্রকের অধীনে যে সমস্ত প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে, সেগুলিতে এই তিন দণ্ড সংহিতার বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আমলাদের প্রশিক্ষণের জন্য যে কর্মোদ্যোগী পোর্টাল রয়েছে, সেখানেও এই তিন দণ্ড সংহিতা যুক্ত করার নির্দেশিকা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশিক্ষণের মধ্যে দণ্ড সংহিতা অন্তর্ভুক্ত করার বিষয়ে সবরকম সহযোগিতা করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট। সমস্ত মন্ত্রকের জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে। কর্মিবর্গ মন্ত্রকের প্রশিক্ষণ বিভাগের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ১ জুলাই থেকে কার্যকর হবে তিন দণ্ড সংহিতা অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং স্বাক্ষ্য অধিনিয়ম। এদিকে, সূত্র মারফৎ জানা গিয়েছে, ২২ জুলাই বাজেট পেশ করবে তৃতীয় এনডিএ সরকার। গত ফেব্রুয়ারিতে লোকসভা ভোটের কারণে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। এটাই হবে তৃতীয় এনডিএ সরকারের ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। ৩ জুলাই অর্থাৎ ৮ দিনের বিশেষ অধিবেশনের শেষ দিনে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ হবে বলে সূত্রের খবর। ২৬ জুন লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে লোকসভার সচিবালয়। লোকসভার বুলেটিনে জানানো হয়েছে, স্পিকার নির্বাচনে প্রার্থী দিতে চাইলে ২৫ জুন বেলা ১২টার মধ্যে নোটিশ জমা দিতে হবে। ২২ জুলাই থেকে ৯ আগষ্ট পর্যন্ত বাদল অধিবেশন হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, ২২ জুন জিএসটি কাউন্সিলের বৈঠক হবে দিল্লিতে। এবারের বৈঠকে অনলাইন গেমিং সহ আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে বলে সূত্রের দাবি।