বীরেন ভট্টাচার্য: কুয়েত থেকে দ্বারিকেশ পট্টনায়েকের দেহ ফেরানো হল ভারতে। আজ সকালে কোচি হয়ে বিকেল সাড়ে ৫টা নাগাদ দিল্লি বিমানবন্দরে পৌঁছায় ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান। সেখানে নথিপত্র এবং প্রটোকল সম্পর্কিত সমস্ত কাজ সম্পন্ন করে কলকাতায় পাঠানো হয় দ্বারিকেশ পট্টনায়েকের দেহ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ পাওয়ার পরেই তৎপরতা শুরু করেছে দিল্লির রেসিডেন্ট কমিশন। শুক্রবার সকালে কেরলের কোচি বিমানবন্দরে পৌঁছায় ৪০ জন ভারতীয়ের দেহ। কুয়েতে অগ্নিকাণ্ডে মৃত ভারতীয়দের মধ্যে ২৩ জন কেরলের। তামিলনাড়ুর ৭জন, অন্ধ্রপ্রদেশের ৩ জন এবং বিহার, ওড়িশা, কর্নাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, হরিয়ানা, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। ডিএনএ পরীক্ষার পর দেহ ভারতীয় দূতাবাসের আধিকারিকদের হাতে তুলে দেয় কুয়েতের প্রশাসন। দেহ ফিরিয়ে আনতে বৃহস্পতিবার রাতে কুয়েত রওনা দেয় ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান। কেরলের বিমানবন্দর থেকে পুলিশের এসকর্টের মাধ্যমে দেহ নিয়ে যাওয়া হয় মৃতদের বাড়িতে। মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন সহ কেরলের মন্ত্রীরা উপস্থিত ছিলেন বিমানবন্দরে। দেহ নামানোর পর শ্রদ্ধা জানান মন্ত্রীরা এবং তারপর দেহ নিয়ে রওনা দেয় অ্যাম্বুল্যান্স। তামিলনাড়ুর ৭ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। পাশাপাশি প্রতিটি পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। কোচি থেকে দিল্লিতে আসে বিমান। বিমানবন্দরে উপস্থিত ছিলেন দিল্লির পশ্চিমবঙ্গের রেসিডেন্ট কমিশনের আধিকারিকরা। তাঁরা দেহ নামিয়ে কলকাতা পাঠানোর ব্যবস্থা করেন।