আজকাল ওয়েবডেস্ক : স্বস্তি পেলেন বিজেপি নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। ১৭ জুনের আগে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া বা তাঁকে গ্রেপ্তার করা যাবে না, জানিয়ে দিল কর্ণাটক হাইকোর্ট। ইয়েদুরাপ্পার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। যদিও ইয়েদুরাপ্পার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। আদালতের এই রায়ের পরই বিজেপি শিবির নিজেদের এক্স হ্যান্ডেলে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি। সেখানে লেখা হয়েছে, লোকসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেসের কাছে এটা আরও একটা বড় ধাক্কা। এসব করে বিজেপিকে রোখা যাবে না। প্রসঙ্গত, মার্চের গোড়ায় ১৭ বছরের এক নাবালিকা এবং তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে ৮১ বছরের ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছিল বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ। পরে ঘটনার তদন্তের জন্য ‘সিট’ গঠন করা হয়।